Monday, February 26, 2024

কবিতা ব্লেডজ কুসুম - রাহেবুল





এইভাবে / এই ভবে / ব্ল্যার / ব্লেডজ কুসুম   -  রাহেবুল   ('ব্লিডিং বরষে হৃদি' কাব্যের একটি কবিতা)

                                                          

নিয়মিত সে জিজ্ঞেস করে একটা কথা, একটা সময়ে। খবরাখবর নেয়ার স্বেচ্ছা ইচ্ছে হয়তো-বা। 

খবররা পায় কি সে?

জিজ্ঞেস করে—

ঘুম হয়েছে?

না।

ঘুম হয়েছে?

না।

ঘুম হয়েছে কাল?

না।

ঘুমিয়েছ কাল?

ততটা ভালো নয়।

ঘুম হয়েছিল?

না।


****


বলে—

পাগলাগারদে কবে যাবি?


****


কোনোদিন গা গরম, গায়ে জ্বর। বা রাত্তিরে।


অথবা 


কোনোরাত নিদ্রাহীন, ঘুম নেই।

কোনোরাত সর্দি-হাঁচি-সিঙ্গন, নাক বন্ধ 


অথবা 


সাদা পরির সম্মোহন 


অথবা 


সেক্সচ্যাট


অথবা


ব্লেডজ মায়া 


****


পাগলাগারদে যাইনি অদ্য অবধি। তার এসএমএস নাকি মেসেজ নিয়মিত আসে আজও। 


আজও সে অনিশ্চিন্তপুরে ডি। 

এইভাবে সময় গড়ায়। সময় কী? 

সে কে?

কে সে?


দু হাতে দড়ি বেঁধে, কোমরে বেঁধে, দু পায়ে বেঁধে, কাকে বেঁধেছ হে বটবৃক্ষ?

আর কত হাত, কত চোখ, কত মুখ— উন্মুখ। 


খাপ বসেছে ঘুমের নৈরাজ্যে। ঘুমের গুড়ি গুড়ি বীচিগুলান কেমন আমাছামা লাগে... কেমন ব্ল্যার... কীসব টক্সিসিটি, এক সময় নিন্দালু হই। 


দণ্ডে দণ্ডে আইসে যায়। 

ডাংঘড়ির কাটা যেন।

বলে—

পাগলাগারদে কবে যাবি?


Tuesday, January 2, 2024

আলিপুরদুয়ার জেলা বইমেলা

আলিপুরদুয়ার জেলা বইমেলা



আলিপুরদুয়ার বইমেলা 


অনেকদিন ধরে বইয়ের সঙ্গে যোগাযোগ নেই বললেই চলে। নতুন কেনাকাটাও তাই বন্ধ। পকেটও ফাঁকা। লেখালেখিও একপ্রকার বন্ধ। যদিও এখনও বাঁচাটা কবিতাতেই, অন্তত মাথায় তার উপস্থিতি সদা টাটকা।... যথারীতি বইমেলাগুলো হচ্ছে। এবারে জেলা বইমেলা আবার ফালাকাটাতেই, সে একটা আনন্দের ব্যাপার। আজকে তার শুরু। তাই কাজ থেকে ফেরার পথে একবার ঢুঁ মারা আটকানো গেল না। ঘুরে নিলাম চট করে স্টলগুলো। হ্যানোত্যানোর স্টল বাদ দিলে বইয়ের স্টল সাকুল্যে ওই ১৫-২০, তার মধ্যে কলিকাতার ভালো প্রকাশনী মাত্র পাঁচটা— দে'জ, পারুল, সোপান, প্রগ্রেসিভ, শিশু সাহিত্য সংসদ। উত্তরের ভালো প্রকাশনী মাত্র দুটি— বিয়ন্ড হরাইজান ও পুলি (শহরতলি, শাঙ্খিক, ডুয়ার্স... এদের থাকাটা দরকার ছিল)। হ্যাঁ একটা লিটল ম্যাগাজিন স্টল ছিল। সব মিলিয়ে খুব একটা আশাব্যঞ্জক আয়োজন বলা যায় না। তবু মন্দের ভালো, অন্য কিছু নয় একটা বইমেলা তো, তাও আবার জেলা বইমেলা। এটুকুও কম পাওয়া নয়।


নেবার মতন বই নেই নেই করে হয়তো তাও কয়েকটা হয়েই যাবে কিন্তু লোভ সংবরণ করেছি। মাত্র একটা বই, প্রবন্ধের, 'প্রান্ত বাংলার হাটের ইতিবৃত্ত' (জেলা আলিপুরদুয়ার) নিয়ে বাড়ি ফিরেছি প্রথম দিন, অন্যদিন দেখা যাক কী হয়। প্রকাশক বিয়ন্ড হরাইজন।  


—রাহেবুল

Wednesday, February 15, 2023

সবের মাঝারে...



দেওয়া যায় সব শিরোনাম একসঙ্গে। আপাতত যেমন: মদীয় ফ্যান্টাসি, ব্লিডিং বরষে কিংবা ঘূর্ণন দেখছি ... সব কিছুই ঝাপসা, সবের মধ্যে ঘূর্ণন, ব্যথাট্যাথা আর সবে মিলে ফ্যান্টাসি... ইত্যাদি।

Sunday, November 13, 2022

বিদায় অ্যাভেঞ্জার...

দেড় বছর ধরে, একসঙ্গে ছুটেছি ২০ হাজার কিমি। জেন্ সাধু-শিষ্য নই, নইলে এতদিন তুইও ছিলি আমার বুদ্ধ, পথে পথে আর জলঢাকা-মানসাইয়ের ঘাটে। ভাঙাচোরা পথ, এক ঊরু জল, বিস্তর বালুচর, আর থিকথিক কাদায়। বিদায় অ্যাভেঞ্জার... চল্ নতুন শুরু, তোরও, আমারও। 



Thursday, February 17, 2022

'মদীয় ফ্যান্টাসি'র সবচেয়ে নিরাভরণ কবিতাটি, চাকা

'চাকা', 'মদীয় ফ্যান্টাসি'র সবচেয়ে ছোট্ট কবিতা। সবচেয়ে নিরাভরণ। না, লোকে পোঁছে কিনা এক্ষেত্রে সেটা বড়ো কথা নয়, মাঝেমাঝে এর স্মরণ নিতে আমারই ভালো লাগে... হৃদয় খোঁড়াখুঁড়ি আরকি, কবির যতই বারণ থাকুক...

 


চাকা


আত্মহত্যার ঢিবি

আর কুটিরশিল্পের দেশি রাইফেল

কোনোদিন ফিরে আসে…




Saturday, February 5, 2022

কবি রাহেবুল এবং তার "নিজস্ব-ঈ"

লেখালেখির পাঁচ-দশ বছরে প্রথম কেউ প্রকাশ্যে যেদিন রাহেবুলের লেখা নিয়ে [মূলত 'মদীয় ফ্যান্টাসি' কাব্যের 'তাড়ুয়া' লেখাটি প্রসঙ্গে, যদিও তখনও বই হওয়া বাকি ছিল] সংক্ষিপ্ত হলেও দু কথা বলেছিল... বলেছিল ধী।

'তাড়ুয়া', পরবর্তীতে 'মদীয় ফ্যান্টাসি' কাব্যের একটি গুরুত্বপূর্ণ কবিতা

♣ রঁদেভু : ৬ ♣

📜

কবি রাহেবুল এবং তার "নিজস্ব-ঈ"

📄

কবি রাহেবুল, তিনি ঠিক সমান্তরালে চলেন না। আবার দলছুট এর সাথে ও তাঁর আড়ি নেই। এক অদ্ভুত সুন্দর খেলায় মেতে ওঠেন স্ব-শব্দে। ঠিক ধরা কিংবা ছোঁয়ার বাইরে কিংবা ভেতরের দ্বন্দে না গিয়েও মরমীয়া পাঠক ঠিক খুঁজে নিতে পারেন তাঁর শাব্দিক মায়াজাল। আসলে কবি রাহেবুল ঠিক এখানেই আলাদা, অন্য-রকম।

"তাড়ুয়া" তে তেমনি এক "নিজস্বী" তে মাতিয়ে রাখেন আমাদের। আমরাও তাঁর শব্দের সঙ্গী হয়ে উঠি। হয়ে উঠতে চাই।

✍

@ ধী: ১২-০২-২০১৯

(রাহেবুলের 'তাড়ুয়া' কবিতার পাঠ-প্রতিক্রিয়া/আলোচনা। আলোচক: ধী)

 

Sunday, January 30, 2022

শীত কিংবা শীতের সংলাপ: রাহেবুলের সৃষ্টি শুধু খেজুররস নয়—নীলাদ্রি দেব

রাহেবুলের কবিতা নিয়ে বিশেষত সদ্য প্রকাশিত দ্বিতীয় কাব্যি 'ব্লিডিং বরষে হৃদি' নিয়ে তরুণ কবি নীলাদ্রি দেব এই শীতের মরশুমে যে-মতন কাতর হলেন... 

শীত কিংবা শীতের সংলাপ: রাহেবুলের সৃষ্টি শুধু খেজুররস নয়—নীলাদ্রি দেব 

এটা কোনো পাঠপ্রতিক্রিয়া নয়. ভালো/মন্দ লাগা জানানো নয়. একটা শীত কতটা শীত দিল/ দিচ্ছে, ততটা বলার চেষ্টা. অতএব কোনো গদ নেই. আর আঠা না থাকলে কী করে পাশাপাশি লেগে থাকবে শব্দগুলো, এই অআকখ থেকে দূরে রাহেবুলের লেখার জলাশয়ে ঢিল ছুঁড়ে দিই. ঢিলের শব্দ আর জলাশয়ের গভীরতা সম্পর্কযুক্ত. এবারে মনে হবে, সাগর না বলে নদী না বলে এ তল্লাটকে সামান্য জলাশয় কেন বললাম. আসলে সামান্য হওয়াটা সহজ নয়. যতি নয়, ভাষা নয়, সূত্র নয়, সমস্যা সমাধানের ঐকিক নয়... রাহেবুলের লেখা বিন্দুর গড়িয়ে যাবার মতো. বিন্দুই রেখা হয়ে ওঠে. সরল? কোনো মনোটনি নেই. অথচ 'ওনার গুরুত্বপূর্ণ পংক্তিগুলো নিম্নরূপ-' বলার অবকাশ নেই. কবিতার ভেতরে অসংখ্য কবিতা, অসংখ্য কবিতা ঘিরে একটিই কবিতা, কবিতা তো সমস্ত জীবন... এসবের সমান্তরালে যে আলপথ, তার কোলে বসে রাহেবুল. ওকে পাঠ করা শ্রমসাপেক্ষ. গতকাল ও আজ = আজ, এটা ওকে পাঠের মূল শর্ত মনে হয়. মদীয় ফ্যান্টাসির রাহেবুল, ব্লিডিং বরষে হৃদির রাহেবুল কবিতাগদ্যছবি/ 'সঙ্গে কতেক ছাইপাঁশ' বলতে কী বোঝেন, আপাতত তাঁর জিম্মায়. জার্নি জারি. এটা শেষ শব্দ.

প্রচ্ছদ সুন্দর. প্রোডাকশনও. সাজানোগোছানো. তবে, কেত ও কায়দাবাজি আছে. শাস্ত্রীয় নাকি লোকজ, এসবে যাবেন না. এতো সব অপশন আছে বলেই তো গণতন্ত্র.

 

ব্লিডিং বরষে হৃদি

রাহেবুল

শাঙ্খিক

আশি টাকা