রাহেবুলের কবিতা - মরাভরাচান্দ্
ইতিমধ্যে অনেকের প্রিয় , 'নতুন কবিতা' পত্রিকায় প্রকাশিত এই কবিতাটি এবারে ব্লগের পাঠকের জন্যে ... প্রিয় পাঠকের মন্দলাগা-ভালোলাগাটুকু অধমের পাথেয় হোক 😍
⇓
মরাভরাচান্দ্
কথা ছিল ভাঙার । কীরূপ কথা , কাহার লগে , তাহা ছিল অনুল্লেখ
বুঝি পারম্পর্য মিলায় তাই মরা চান্দ্ এক
প্রিয়নখ খামচে ধরে বাঁশের পুল । ফেরে মধ্যবিত্ত মৃগয়া
আমাদিগের গরমের ছুটি । আমাদিগের ভেলাটান । আর সাতকালের সমুদ্দূর