কিছু মানুষকে দেখে প্রথমে হাসি পায়, কখনও কষ্টও পায় খানিক পরে। সবচেয়ে বড়ো যাতনা হলো এগুলো কোথাও বলবার নেই, শোনার কেউ নেই তো। আর শুনলেও বুঝবে তো? জানি না একদিন বেটি রু কেমন হবে বোধে। লেখাজোখায় বা আঁকিবুঁকিতে দৈবাৎ যখন ফিল্টার হয়ে আসে এইসব, তারাও ঠিকই আমার মতন একা আর একক হয়ে ওঠে। এ ধারণা এমনি এমনি নয়। এজন্যও অবশ্য সেই পড়ে থাকে আমাকে পড়াটুকু। কষ্ট কে করবে? কেন করবে? 'ইবলিশ'-এর মতন অনামা-অনিয়মিত পত্রিকা কেন পড়বে কেউ? কেন পড়বে 'মদীয় ফ্যান্টাসি' বা 'ব্লিডিং বরষে' বা 'ঘূর্ণন দেখছি'? কেননা এরা একা ও একক।
Tuesday, January 4, 2022
একা আর একক হই
রাহেবুল। কথিত জন্মসন ১৯৮৯ যিশু অব্দ। ২০১০ এর দিক থেকে পত্রপত্রিকায় লেখাজোখার শুরু। আবহমান তথা বিকল্প ধারাকে আত্মীয়করণে নিয়ত নূতন।
কাব্যি: 'মদীয় ফ্যান্টাসি' (জুন ২০১৯, সৃষ্টিসুখ, কলিকাতা), 'ব্লিডিং বরষে হৃদি' (ডিসেম্বর ২০২১, শাঙ্খিক, কোচবিহার), অপ্রকাশিত 'ঘূর্ণন দেখছি'। সম্পাদিত পত্রিকা: ইবলিশ (২০১১ খ্রিস্ট অব্দ থেকে প্রিন্টেড/ছাপা এবং ২৯ জুলাই ২০১৯ থকে ব্লগজিন হিসাবেও), অপরজন ('অপ্রকাশিত কবি' বা 'আনডকু পোয়েট' বিভাগ সম্পাদনা)। ব্যক্তিগত যোগাযোগ: rahebulrahe@gmail.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment