রাহেবুলের লেখাজোখা
মাঝে
একদিন বই দিবস গিয়েছিল। কবে যেন?
যাই হোক ওদিনকে আমি আমার
বইয়ের কথা কই নাই। আজকে মনে পড়ল। আজকে কই। আমার প্রকাশিত বই মানে ওই আরকি কবিতার
বই থুড়ি কাব্যি আছে একটা নাম তার 'মদীয় ফ্যান্টাসি'। প্রকাশক সৃষ্টিসুখ,
কলিকাতার। আর দুইখান
অপ্রকাশিত বই আছে, ওই কাব্যই-- একটা হলো গিয়ে 'ব্লিডিং বরষে হৃদি'
আরেকটা হলো 'ঘূর্ণন দেখছি'।
এর পর একটা গদ্যের বই রেডি হচ্ছে। নামও রেডি হচ্ছে। আপাতত দুই হাজার দশ-বারো থেকে এই হলো পত্রিকায় প্রকাশিত লেখাজোখা। বাদ বাকি ৮০-৮৫ খানা বাচ্চাবেলার ডায়েরি।
ভেবেছি
করোনাদেবী ঘরেতে এলে এইসব দেব তারে উপঢৌকন। পটবে কি? 😜
১৫.০৫.২০২১
No comments:
Post a Comment