প্রকাশিত হলো রাহেবুলের দ্বিতীয় কাব্যি 'ব্লিডিং বরষে হৃদি'র প্রচ্ছদ
'ব্লিডিং বরষে হৃদি'র প্রচ্ছদ |
অবশেষে রাহেবুলের দ্বিতীয় বই 'ব্লিডিং
বরষে হৃদি'র প্রচ্ছদ প্রকাশিত হলো। বইটির
কবিতাগুলির রচনাকাল ‘মদীয় ফ্যান্টাসি’র পরবর্তীতে ২০১৯ সালে, দু’একটি
কবিতা অবশ্য কুড়িরও রয়েছে এতে। যারা ‘মদীয় ফ্যান্টাসি’ পড়েছেন তারা নিশ্চয়ই এর
অপেক্ষায় থাকবেন, নতুন কেউ চাইলেও উঁকি দিতে পারেন এই বইয়ের
দুই মলাটে কারণ 'মদীয় ফ্যান্টাসি'র
লেখাজোখার সাথে এর বিস্তর ব্যবধান, তৃতীয় বই 'ঘূর্ণন দেখছি' এলে তাতে আর এক
মেজাজ পাবেন পাঠক এও আগাম বলে রাখি। আরেকটি গোপন কথা হলো এই
বইয়ে কেবল কবিতাই নেই নিজের দু'একটা ছাইপাঁশ গদ্যও আছে,
বইয়ের গড়নটা বোধ করি ভালো লাগবে কারোর কারোর। হাতে
পেতে আর ক’টা দিনের অপেক্ষা!
বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী
কৃষ্ণেন্দু নাগ। নামাঙ্কণ শিল্পী সুপ্রসন্ন
কুণ্ডুর। প্রকাশক শাঙ্খিক, কোচবিহার।
No comments:
Post a Comment