বিপ - রাহেবুল
একটা স্থুল কবিতা হিসাবেই দেখেছি একে ('মদীয় ফ্যান্টাসি'র আণ্ডাবাচ্চা) এতদিন, আজও দেখি। ফলত এড়িয়েই যেতে চেয়েছি। এদিকে আদ্দিকাল টু আজকে আমরা সেই স্থুলতারই পূজারি। ধর্ম, ধর্মের ষাঁড়, গরু, উট, শূয়র, শূয়রের বাচ্চা, এবং ইহাদের মারামারি কাটাকাটি রক্তারক্তি ধস্তাধস্তি। চল ঠিকই আছে।
.....
বিপ
আপত্তি ছিল না উধাও হতে সেখানে তোর কোনো ব্রান্ডেড চুম্বনে। মিছে কৃষ্ণকালোর গ্যালাক্সিতে একটা।
একটা সাতমহলা টং-ঘর বাঁধিয়া লইতে।
কোথাও এক ডারপোক লুকোনো চাপাতি। কোথাও এরকমই এক আনপর হাম্বা। কোথাও এরকমই কত। আর আয়নামহলে আটকা সেই অজ্ঞেয় তুমি।
ফেরত ভাবছ তুমি
সবটা লালে রাঙানো হয়নি তো এখনো ডিএনএর ঠোঁট। আরো বাকি বিস্তর সেই প্রেম। নোয়া-নৌকার পাড়ি।
No comments:
Post a Comment