Tuesday, October 16, 2018

রাহেবুলের কবিতা - বগা ও শর্টসার্কিট


স্বাগত পাঠক... নিন রাহেবুলের একটি উটকো কবিতা ... 😨  আপনার পাঠপ্রতিক্রিয়াটুকুই অধমের সবেধন ... 😍


বগা ও শর্টসার্কিট

তাহার নিমিত্ত বিজনে বসিয়া বাপোই । সিরিঞ্জের অবশেষটুকু সিরামের স্বজন হচ্ছে নিরন্তর ।
গন্ধে পুড়ছো নাকি  প্রমিত শর্ট সার্কিট ? শহর চাপা হয় চাপা হয় ।


হইতে থাকে । চাপা মাইক্রোফোন আর উড্ডীন ক্ষ্যামতা এক যোগে শেখে বিয়োগবিধুর ।
কোনো চিলমারির চরে এক বগা হইতে থাকে লুট— আইসো  আমার তামস হে—


#রাহেবুল
#বগা#শর্টসার্কিট

5 comments:

  1. এক বগা হইতে থাকে লুট...

    ReplyDelete
  2. darun.. onk onk suveccha o suvokamana

    ReplyDelete
    Replies
    1. পাশে থাকুন বন্ধুস্বজন ... লেখাগুলি শেষমেশ তো পাঠকেরই ...

      Delete