Thursday, November 22, 2018

মদীয় ফ্যান্টাসির প্রচ্ছদ - রোহণ কুদ্দুস






'মদীয় ফ্যান্টাসি'র প্রচ্ছদ ও এ নিয়ে প্রচ্ছদশিল্পী রোহণ কুদ্দুসের দু-চার কথা ...



রাহেবুল বিরচিত প্রথম কাব্যি  'মদীয় ফ্যান্টাসি' । 'মদীয়  ফ্যান্টাসি'র প্রচ্ছদ নিয়ে প্রচ্ছদ-শিল্পী রোহণ কুদ্দুসের দুইখান কথা যা তিনি তাঁর ব্যক্তিগত ফেসবুক টাইমলাইনে শেয়ার করেন , এখানে হুবহু তা রইলো ... 😘



মাঝে মাঝে কবি-লেখকরা চ্যালেঞ্জ ছুঁড়ে দেন প্রচ্ছদকরিয়ের দিকে । তেমনই একজন রাহেবুল । তাঁর কবিতা সংকলন প্রকাশ পেতে চলেছে । কবিতাগুলো একটু অন্যরকম , যেমন আমরা পড়তে অভ্যস্ত , তেমন নয় । আর প্রচ্ছদ-ভাবনা নিয়ে রাহেবুল যা লিখেছিলেন , তাতে আমি সামান্য বিরক্তই হয়েছিলাম । তাঁর কবিতার মতোই বিমূর্ত কিছু ভাবনা । সরোজকে বলেছিলাম -- "কবিকে বলো নিজেই প্রচ্ছদ করে নিক ।" কিন্তু শেষমেশ তা বললে তো আর কাজ শেষ হয় না । দায়িত্ব যখন নিয়েছি , শেষ তো করতেই হবে । এই প্রচ্ছদে আমার কৃতিত্ব বলতে ফোটোগ্রাফার সোনিয়াকামোজ-এর এই ছবিটা খুঁজে বের করা । প্রয়োজনীয় অনুমতি এবং অন্যান্য দরকারি কাজ সেরে রাহেবুল-এর 'মদীয় ফ্যান্টাসি'-র কাজ শেষ করা গেল । কবি কী বললেন? "প্রচ্ছদের ব্যাপারে আমার ঝোঁকটা ছিল বিমূর্তের দিকে... কারণ আমি আশঙ্কা করছিলাম বইটির নাম আর লেখা অনুসারে মূর্ত-প্রচ্ছদ হয়তো বা খাপ খাবে না । কিন্তু প্রচ্ছদটি দেখার পর আশঙ্কা এক ঝটকায় দূরীভূত । জাস্ট দুর্দান্ত হয়েছে ।" কবি খুশ তো আমরাও খুশি ।

.........

ইবারে কাব্যিখানি পড়ে পাঠক খুশ হলে কবি ও প্রকাশকও ['সৃষ্টিসুখ'] খুশি , এ বলতে দ্বিধা কীসে ? 
.........

Monday, November 5, 2018

মদীয় ফ্যান্টাসি - রাহেবুল


প্রচ্ছদ , মদীয় ফ্যান্টাসি



।। মদীয় ফ্যান্টাসি - রাহেবুল ।।

রাহেবুল বিরচিত প্রথম কাব্যি  'মদীয় ফ্যান্টাসি' । এটি ২০১৯ কলকাতা বইমেলা উপলক্ষে ধরাধামে অবতীর্ণ হতেছে [অনিবার্য কারণে বইমেলায় বইটির প্রকাশ সম্ভব হয়নি, প্রকাশের সম্ভাব্য দিন ১৪ ই জুন ২০১৯] সেই সব পাঠকবর্গের জন্যে যারা ভাষায়-ভাবে-কবিতায় নিয়ত নূতন হতে চান , নূতন কিছু ধারণ করেন ভাবনায় , বিকল্প-অফবিট-অপর-অন্যরকম এর সন্ধান করেন ! এই বই পুরাতনকে নতুন করে উলটেপালটে দেখা । যাদের  উটকো , উৎকট , উদ্ভট , খাপছাড়া , আধখ্যাঁচড়া , আঁতেলীয় , আবালীয় বয়নে অ্যালার্জি নেই তাদের সর্বাগ্রে ভালোলাগবে মদীয় ফ্যান্টাসি । 

গতানুগতিকের বাইরে হাঁটতে ইচ্ছুক , ভাষা-ভাব-শব্দ-শৈলী-বাক্য-বাক্যাংশ-ধ্বনি-ছন্দ ইত্যাদি যন্ত্রাংশ নিয়ে পাগলামো পছন্দ করেন কী ? তাহলে এই পরীক্ষানিরীক্ষামূলক লেখাদের বইটি আপনারই ফ্যান্টাসি । 

কবির নাম শোনেননি ইতিপূর্বে তাই তো ? 
কবি এক চালচুলোহীন , গডফাদারহীন , গ্রুপহীন  বগা । কবিতার কাছে একমাত্র  যে দায়গ্রস্ত  , মৌলিকের সঙ্গে যার মৃত্যু বাঁধা ।

বইটির কবিতাগুলি প্রায় সবই পূর্বে প্রকাশিত হয় পশ্চিমবঙ্গ , বাংলাদেশ , বরাক উপত্যকা থেকে প্রকাশিত  'নতুন কবিতা' , 'মধ্যবর্তী' , 'পাগল বনে' , 'হেমলক' , 'ইবলিশ' , 'কবিতার লাইট হাউস' , 'শাঙ্খিক' , 'রেখাচিত্র' প্রভৃতি লিটল ম্যাগাজিনে । কিছু লেখা প্রকাশিত হয়  'শূন্যাঙ্ক' , 'কারনেশন',  'জল্প-ই', 'অংশুমালী'  এর মতোন ব্লগজিনে । তাই এখানে পত্রিকার সম্পাদক/কর্তৃপক্ষের অবদানটুকু স্বীকার্য ।  


মদীয় ফ্যান্টাসি প্রকাশ করছেন  কলকাতাস্ত সৃষ্টিসুখ প্রকাশনা ...
যথাসময়ে  সৃষ্টিসুখের ওয়েবসাইট থেকে অনলাইনেও বইটি সংগ্রহ করা যাবে , অফলাইনেও পাওয়া যাবে তাদের কলকাতাস্ত বিপণনী ও অন্যত্র থেকে ।

বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী রোহণ কুদ্দুস (সোনিয়াকামোজ) ... শিল্পীকে আন্তরিক ভালোবাসা ...

প্রিয় পাঠকবন্ধু অবশ্য অবশ্যই কবির প্রথম বইটি পড়ুন এই আবদার রইছে কবির তরফে , আর ভাগ করে নিন আপনার মন্দলাগা-ভালোলাগাটুকু । ভালো থাকুন সকলে ।  
                                                           

                                                                                                              
প্রকাশকের ঠিকানাঃ 
30A Sitaram Ghosh Street, Kolkata 9
Mobile- +91 90512 00437
Monday – Saturday: 12:00 – 18:00

Tuesday, October 16, 2018

রাহেবুলের কবিতা - বগা ও শর্টসার্কিট


স্বাগত পাঠক... নিন রাহেবুলের একটি উটকো কবিতা ... 😨  আপনার পাঠপ্রতিক্রিয়াটুকুই অধমের সবেধন ... 😍


বগা ও শর্টসার্কিট

তাহার নিমিত্ত বিজনে বসিয়া বাপোই । সিরিঞ্জের অবশেষটুকু সিরামের স্বজন হচ্ছে নিরন্তর ।
গন্ধে পুড়ছো নাকি  প্রমিত শর্ট সার্কিট ? শহর চাপা হয় চাপা হয় ।


হইতে থাকে । চাপা মাইক্রোফোন আর উড্ডীন ক্ষ্যামতা এক যোগে শেখে বিয়োগবিধুর ।
কোনো চিলমারির চরে এক বগা হইতে থাকে লুট— আইসো  আমার তামস হে—


#রাহেবুল
#বগা#শর্টসার্কিট

Friday, October 5, 2018

রাহেবুলের কবিতা জিও


স্বাগত পাঠক । পড়ুন  । ভালোবেসে বা তাচ্ছিল্যে  ... 

রাহেবুলের কবিতাঃ জিও




রাহেবুল
জিও
  

দুঃখ কোরোনা গো হিয়া হারানোর লাগিবরং সেটুক প্রিয়প্রিয় আয়াতমহল্লা
যাক খাক না জমিয়ে রাখা তার যতেক ঠোঁট জানু-সোনা অ্যালকোহলিক সেই ভাইরাসে
আপন মতো কইরে বাঁইচে দেখাও না তারে , তুই অনেকানেক অনেকানেক 
হেডফোনে ছড়াক মেটালগুঞ্জন  , ইহাতেই  রাধিকাভঞ্জন , কানুরো পীরিত  
পারা যায় যত , শস্ত্র কর খালি কবেকার অ্যাসিডবৃষ্টি ? ভুল যা সিমসিম ।
খালি হাতে বাঁচ তো সখাসই কাকতাড়ুয়ার মনে সর্ষে ফুটিতেছে ; চক্ষু মেলো ।
ইহাতে নিঃস্ব হইবে বা বাসাবাসি হলেইবা ? জিও জিও







...........

[ কৃতজ্ঞতাস্বীকারঃ লেখাটি কবি-সম্পাদক বিশ্বরূপ দে সরকার সম্পাদিত 'মধ্যবর্তী' পত্রিকায় পূর্বে প্রকাশিত হয় , ২০১৮ যিশু অব্দে ]

............





... পাঠক আপনারই মন্দলাগা-ভালোলাগাটুকু প্রাপ্তি ...