Thursday, November 22, 2018

মদীয় ফ্যান্টাসির প্রচ্ছদ - রোহণ কুদ্দুস






'মদীয় ফ্যান্টাসি'র প্রচ্ছদ ও এ নিয়ে প্রচ্ছদশিল্পী রোহণ কুদ্দুসের দু-চার কথা ...



রাহেবুল বিরচিত প্রথম কাব্যি  'মদীয় ফ্যান্টাসি' । 'মদীয়  ফ্যান্টাসি'র প্রচ্ছদ নিয়ে প্রচ্ছদ-শিল্পী রোহণ কুদ্দুসের দুইখান কথা যা তিনি তাঁর ব্যক্তিগত ফেসবুক টাইমলাইনে শেয়ার করেন , এখানে হুবহু তা রইলো ... 😘



মাঝে মাঝে কবি-লেখকরা চ্যালেঞ্জ ছুঁড়ে দেন প্রচ্ছদকরিয়ের দিকে । তেমনই একজন রাহেবুল । তাঁর কবিতা সংকলন প্রকাশ পেতে চলেছে । কবিতাগুলো একটু অন্যরকম , যেমন আমরা পড়তে অভ্যস্ত , তেমন নয় । আর প্রচ্ছদ-ভাবনা নিয়ে রাহেবুল যা লিখেছিলেন , তাতে আমি সামান্য বিরক্তই হয়েছিলাম । তাঁর কবিতার মতোই বিমূর্ত কিছু ভাবনা । সরোজকে বলেছিলাম -- "কবিকে বলো নিজেই প্রচ্ছদ করে নিক ।" কিন্তু শেষমেশ তা বললে তো আর কাজ শেষ হয় না । দায়িত্ব যখন নিয়েছি , শেষ তো করতেই হবে । এই প্রচ্ছদে আমার কৃতিত্ব বলতে ফোটোগ্রাফার সোনিয়াকামোজ-এর এই ছবিটা খুঁজে বের করা । প্রয়োজনীয় অনুমতি এবং অন্যান্য দরকারি কাজ সেরে রাহেবুল-এর 'মদীয় ফ্যান্টাসি'-র কাজ শেষ করা গেল । কবি কী বললেন? "প্রচ্ছদের ব্যাপারে আমার ঝোঁকটা ছিল বিমূর্তের দিকে... কারণ আমি আশঙ্কা করছিলাম বইটির নাম আর লেখা অনুসারে মূর্ত-প্রচ্ছদ হয়তো বা খাপ খাবে না । কিন্তু প্রচ্ছদটি দেখার পর আশঙ্কা এক ঝটকায় দূরীভূত । জাস্ট দুর্দান্ত হয়েছে ।" কবি খুশ তো আমরাও খুশি ।

.........

ইবারে কাব্যিখানি পড়ে পাঠক খুশ হলে কবি ও প্রকাশকও ['সৃষ্টিসুখ'] খুশি , এ বলতে দ্বিধা কীসে ? 
.........

5 comments:

  1. প্রচ্ছদ সত্যি দূর্দান্ত,একেবারেই অন্যরকম, এখন শুধুই অপেক্ষা মদীয় ফ্যান্টাসির প্রকাশনার

    ReplyDelete
  2. সময়ের প্রেক্ষিতে অনবদ্য।

    ReplyDelete