Saturday, May 11, 2019

রাহেবুলের কবিতা - মরাভরাচান্দ্‌


রাহেবুলের কবিতা - মরাভরাচান্দ্‌  

ইতিমধ্যে অনেকের প্রিয় , 'নতুন কবিতা' পত্রিকায় প্রকাশিত এই কবিতাটি এবারে ব্লগের পাঠকের জন্যে ... প্রিয় পাঠকের মন্দলাগা-ভালোলাগাটুকু অধমের পাথেয় হোক 😍

 




মরাভরাচান্দ্‌

কথা ছিল ভাঙার  কীরূপ কথা , কাহার লগে , তাহা ছিল অনুল্লেখ


বুঝি পারম্পর্য মিলায় তাই মরা চান্দ্‌  এক
প্রিয়নখ খামচে ধরে বাঁশের পুল  ফেরে মধ্যবিত্ত মৃগয়া


আমাদিগের গরমের ছুটি  আমাদিগের ভেলাটান  আর সাতকালের সমুদ্দূর




2 comments:

  1. বৈপরীত্য।একদিকে ভাঙচুরআকাঙ্ক্ষী দামাল মন। অন্যদিকে গরমের ছুটির অলস ভেলাটানে সমুদদূর যাত্রা। মরা চান্দ... ভরাচান্দ...

    ReplyDelete
  2. রাহেবুলের কবিতা মাত্রই ভিন্নধর্মী,গদ্য কবিতার অন্যরূপে উপস্থাপন যা পাঠক অনুভূতি তে কোন না কোনভাবে আকৃষ্ট করে, এ ধরনেরই এই কবিতাটি তেও শব্দঝংকারের সেই রূপবৈচিত্র্য চোখে পড়ার মতো......খুবই ভালো লাগলো, আশায় রইলাম আরো অনেক

    ReplyDelete