সারাদিন এইসব দ্রষ্টব্যে উঁকিঝুঁকির পর, ক্যামেরায় দু'একটাকে স্থিতি দেবার পর... ঘরে ফিরে মনে পড়ে, বা মাথায় আসে যা... 'মদীয় ফ্যান্টাসি' থেকে সেই 'সাধো'—
💀🛶🌃🕸️🔛
একটা ঠ্যাং কবরে, তাহে কী? সাঁঝদিগন্তে পাখনা মেলিছে সাধো।
সারাদিন এইসব দ্রষ্টব্যে উঁকিঝুঁকির পর, ক্যামেরায় দু'একটাকে স্থিতি দেবার পর... ঘরে ফিরে মনে পড়ে, বা মাথায় আসে যা... 'মদীয় ফ্যান্টাসি' থেকে সেই 'সাধো'—
💀🛶🌃🕸️🔛
একটা ঠ্যাং কবরে, তাহে কী? সাঁঝদিগন্তে পাখনা মেলিছে সাধো।
রাহেবুল। কথিত জন্মসন ১৯৮৯ যিশু অব্দ। ২০১০ এর দিক থেকে পত্রপত্রিকায় লেখাজোখার শুরু। আবহমান তথা বিকল্প ধারাকে আত্মীয়করণে নিয়ত নূতন। কাব্যি: 'মদীয় ফ্যান্টাসি' (জুন ২০১৯, সৃষ্টিসুখ, কলিকাতা), 'ব্লিডিং বরষে হৃদি' (ডিসেম্বর ২০২১, শাঙ্খিক, কোচবিহার/আলিপুরদুয়ার), অপ্রকাশিত 'ঘূর্ণন দেখছি'। সম্পাদিত পত্রিকা: ইবলিশ (২০১১ খ্রিস্ট অব্দ থেকে প্রিন্টেড/ছাপা এবং ২৯ জুলাই ২০১৯ থকে ব্লগজিন হিসাবেও), অপরজন ('অপ্রকাশিত কবি' বা 'আনডকু পোয়েট' বিভাগ সম্পাদনা)। ব্যক্তিগত যোগাযোগ: rahebulrahe@gmail.com
No comments:
Post a Comment